মহেশখালীতে অস্ত্র'সহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে দুইটি দেশীয় অস্ত্র ও ২৫ লিটার চোলাই মদ'সহ একাধিক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার ২৬ শে অক্টোবর দুপুর পৌন ২ টায় দিকে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল পশ্চিম পাহাড়তলী এলাকায় এ অভিযান চালিয়ে আলী হোছনের পুত্র মোহাম্মদ ছিদ্দিক'কে আটক।
এ সময় দীর্ঘদিনের পলাতক আসামি বড় মহেশখালীর মুন্সির ডেইল পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ ছিদ্দিক'কে বসত বাড়ির বালিশ ও খাটের নিচ থেকে ১টি লম্বা একনলা বন্দুক ও ১টি কাটা রাইফেল'সহ মোট দুইটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১টি বড় লম্বা দা, ১টি ছুরি, ১টি লম্বা শাবল'সহ ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, অস্ত্রসহ ধৃত আসামির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এ ছাড়া এ সন্ত্রাসীর বিরুদ্ধে আগেও অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে ১টি অস্ত্র আইনের মামলা এবং ১টি মাদক মামলার রেকর্ডের প্রস্তুতি চলছে।

